প্রকাশিত: Mon, Jul 10, 2023 10:19 PM
আপডেট: Tue, Jan 27, 2026 9:40 PM

[১]১২ জুলাই নয়াপল্টনে বিএনপির ঢাকা সমাবেশ [২]বঙ্গভবন ও গণভবন ঘেরাও কর্মসূচি আসতে পারে

শাহানুজ্জামান টিটু: [৩] দলীয় সূত্রে জানা গেছে, নতুন যে কর্মসূচি ঘোষণা করা হবে, তাতে শান্তিপূর্ণ ঘেরাওর তালিকায় আরো থাকতে পারে সংসদ ভবন, সচিবালয় ও নির্বাচন কমিশন। 

[৪] একই দিনে জামায়াতসহ অন্য দলগুলো আলাদাভাবে তাদের কর্মসূচি ঘোষণা করবে। 

[৫] বিএনপির এক শীর্ষনেতা আভাস দিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রথম দিকে গতানুগতিক কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়ানো হবে। জুলাই মাসের শেষের দিকে ঘোষিত কর্মসুচি নিয়ে একযোগে মাঠে নামবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা ৩৬ দল। 

[৬] আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয়, সে দিকে কড়া নজর রাখবে দলগুলো। যাতে কোনো মহল কেনো ভাবেই আন্দোলন ভণ্ডুল করার সুযোগ না পায়। 

[৭] এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা কোনো ভাবেই সহিংসতা চাই না। কিন্তু সরকার ও আওয়ামী লীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে বাধা দিয়ে তা অশান্ত করার পাঁয়তারায় লিপ্ত হয়। 

[৮] রোববার সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১২ জুলাইর সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।  

[৯] সমাবেশকে কেন্দ্রে করে মহানগর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে লোকসমাগম বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সবাই অপেক্ষা করছে নতুন কর্মসূচির জন্য। 

[১০] নির্বাচনকালীন  নিদর্লীয় ও নিরপেক্ষ সরকার, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল আলেম ওলামার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব